রবিবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১৩ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ২ ধাপ উন্নত হয়ে ১৭তম : টিআই

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৭ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৮। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৩তম।

২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম, ২০১৫ সালে ছিল ১৩তম। এ ছাড়া  ২০১৪ সালে ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টার টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) অায়োজিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০১৭’ বৈশ্বিক প্রকাশনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ চিত্র তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতিতে সর্ব্বোচ্চ ভালো স্কোর ও অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অার সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খাপার অবস্থানে রয়েছে সোমালিয়া।

এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর অর্থাৎ দুর্নীতিতে সবচেয়ে খাপার অবস্থানে রয়েছে অাফগানিস্থান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ২৬৫ শিক্ষার্থী

খালেদা জিয়ার জামিন বাড়ল আরও একদিন

বিস্ফোরক মামলার বিচার এ বছরেই সম্পন্ন হবে : বিজিবি মহাপরিচালক

মার্চেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৯ দফা দাবিতে আশুগঞ্জ সার কারখানারশ্রমিক-কর্মচারীদের মাবববন্ধন ও বিক্ষোভ মিছিল

আফগানিস্তানে আইএস-তালেবান হামলা: নিহত ২৭