চীনের দু:খ হোয়াংহো আর বাংলাদেশের দু:খ জিয়া পরিবার : সোহাগ
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, চীনের দু:খ হোয়াংহো নদী আর বাংলাদেশের দু:খ জিয়া পরিবার। দুর্নীতিবাজ এ পরিবারকে আগামী নির্বাচনে বর্জন করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এ জন্য আর টেস্ট ম্যাচ খেলার সময় নেই। ফাইনাল ম্যাচ খেলতে হবে। ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। নৌকার পক্ষে দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশ দেবেন তা বাস্তবায়ন করতে হবে।
আজ সন্ধায় তাড়াশের মহিষলুটি দলীয় কার্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই না, ফাইনাল ম্যাচ খেলতে চাই। এই ম্যাচে স্বাধীনতার পরাজিত শক্তিকে চিরতরে কবর দিব। স্বাধীন বাংলাদেশে পাকিস্তান প্রেমীদের স্থান হবে না। ছাত্রলীগকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন অপশক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে সেজন্য সজাগ থাকুন। উন্নয়নের জন্য গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে প্রার্থী যেই হোক প্রতীক নৌকা। নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তাড়াশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিস প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি এম আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদকদ শাহিদুল ইসলাম সাহেদ, সহ সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
এসময় তাড়াশ উপজেলা ও কলেজ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।