রাগের বশে সাপের মাথা চিবিয়ে হাসপাতালে যুবক!
অনলাইন ডেস্ক : রাগ হলে কী আর হুঁশ থাকে! রাগের বশে অনেকেই বোধবুদ্ধিও হারিয়ে ফেলেন। তাই বলে সাপ কামড়েছে বলে তার মাথা চিবিয়ে খাওয়ার শোনা যায়নি কখনও। কিন্তু রাগের মাথায় সেটি করে এখন হাসপাতালে ভর্তি ভারতের উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা সোনেলাল। খবর আনন্দবাজারের।
সোনেলালের প্রতিবেশী রামসেবক জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তাকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সোনেলালকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তারা জানান, সোনেলালকে সাপকে কামড়েছে। ডাক্তাররা সোনেলালের শারীরিক পরীক্ষাও করেন। তবে তার দেহে সাপে কাটার কোনো চিহ্ন মেলেনি।
তিন ঘণ্টা পর রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে সোনেলালের। এরপর তিনি জানান, ওইদিন সন্ধ্যায় গোয়াল ঘরে তিনি গরু-বাছুরদের দেখভাল করছিলেন। তখন তাকে একটি সাপ কামড়ায়। আর তাতেই প্রচণ্ড রেগে যান সোনেলাল। এরপরেই সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন তিনি। শুধু তাই নয়। এরপর সাপের মাথা ছিঁড়ে তা চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
চিকিৎসকেরা জানিয়েছেন, সোনেলালকে ওষুধ দেওয়া ছাড়াও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মতে, সোনেলালের দেহে সাপে কাটার কোনো চিহ্ন মেলেনি। সাপটি বিষাক্ত হতে পারে। তাই মাথার অংশ চিবিয়ে খাওয়ার ফলেই বেহুঁশ হয়ে পড়েছিলেন তিনি।
সোনেলালের এই কাণ্ড শোনার পরই তাকে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় জমে যায়। স্থানীয় এক ব্যবসায়ী মুকেশ গুপ্ত বলেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিভাবে একজন সাপকে কামড়াতে পারে!
তবে উত্তরপ্রদেশের মেন্টাল হেলথ সোসাইট’র সচিব এসসি তিওয়ারির মতে, এটা কোনো মানুষের স্বাভাবিক আচরণ হতে পারে না। একমাত্র ভয়ানক আগ্রাসী বা মানসিক বিকারগ্রস্ত হলেই এমনটা করতে পারেন কেউ। তবে প্রতিবেশীদের কেউ কেউ বলছেন, সোনেলাল আসলে নেশাগ্রস্ত।