জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবী
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক আলহাজ্ব নুরুল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন,
যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, দৈনিক সমকাল’র নিজস্ব প্রতিবেদক আবদুন নুর, প্রেসক্লাব দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম, শাহজাহান সাজু, সাংবাদিক জহির রায়হান, আল মামুন, মনিরুজ্জামান পলাশ, আবুল হাসনাত অপু প্রমুখ।
সভায় বক্তারা বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে সর্বস্তরের বাংলা ভাষা চালু, বাংলা ভাষার বিকৃতি রোধ, সাইনবোর্ড, ব্যানারসহ যথাযথ স্থানে বাংলা ভাষার ব্যবহার, বাংলা ভাষার প্রসার ও জাতিসংঘে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন।