শহীদ মিনার এলাকায় জনচলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে পুলিশ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
ফেব্রুয়ারি ২০, ২০১৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমনকে কেন্দ্র করে শাহবাগ এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনচলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পাবলিক লাইব্রেরি, নীলক্ষেত সংলগ্ন ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণ, চানখারপুলসহ কেন্দ্রীয় শহীদ মিনারমূখী প্রতিটি সড়কের প্রবেশ দ্বারে পুলিশ অবস্থান নিয়েছে। একই সঙ্গে এ সব সড়কে লোকজনকে একত্রিত হতে দেয়া হচ্ছে না।
শাহবাগ থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, নিরাপত্তার স্বার্থে যা যা করা প্রয়োজন পুলিশ তাই করছে।
এ জাতীয় আরও খবর
যে কারণে ভারতের পরিবর্তে চীনের পক্ষে ডিএসই
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ২
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে ফের অনশন
১০০ টাকায় পুলিশের চাকরি