শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

‘বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী বলেছেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের আন্দোলনে বাংলার জনগণ সাড়া দেয়নি।

মঙ্গলবার ঢাকা সঙ্গীত একাডেমির উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কবরী বলেন, বর্তমান সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি বা তাকে সাজাও দেয়নি। আদালত তাকে সাজা দিয়েছে। এখানে সরকারের কোনো হাত ছিল না।

জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো সন্ত্রাসী রাজনৈতিক দলকে ভোট দেবে না। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। এই দলটির জন্মই হয়েছিল অবৈধভাবে।

অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা মোবারক আলী শিকদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

বিনোদন খাতেই ৫ লাখ কোটি টাকার বিনিয়োগ সৌদির

চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন

শিশুটির নাড়ি লেগে আছে পাগলির নাড়িতে, সারা গাঁ রক্ত আর বালিতে একাকার!

২ সেকেন্ডে ৬০ মাইল অতিক্রম করবে এই গাড়ি!

আমেরিকা কথা না রাখায় পরমাণু সমঝোতায় লাভ হয়নি : ইরান

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলবেন না ভারতের সিনিয়র ক্রিকেটাররা!