শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার অলিম্পিক দলের শেষ পরিণতি কি কারাদন্ড !

১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে হেরে যাওয়ায় জেলে যেতে হয়েছিল উত্তর কোরিয়ার তৎকালীন ফুটবল দলটি। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছে পুরো উত্তর কোরিয়াজুড়ে।

২২জন খেলোয়াড়সহ অলিম্পিকের এ দলটি সবগুলো খেলাতেই অংশ নিয়ে হেরে যাওয়া এ আশঙ্কা দেখা গেছে। ২০১০সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অলিম্পিকের আসরে হেরে যাওয়ার ফলে দেশটির সরকার খেলোয়াড়দের শাস্তি প্রদান করে।

রেডিও ফ্রি এশিয়া নামক মার্কিনি আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের পক্ষ থেকে বলা হয়, অলিম্পিকে অংশ নেয়া দলটি এবারের টুর্নামেন্টে বেশি সবচেয়ে গোল খাওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে। এ কারণেই এ বিষয়ে তাদের কঠিন কোনো শাস্তি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও।

 

ডেইলি মেইল

Print Friendly, PDF & Email