শূন্যরেখায় রোহিঙ্গা: আলোচনার জন্য মিয়ানমারে বাংলাদেশ প্রতিনিধিদল
কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা জন্য মিয়ানমার গেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে মিয়ানমার প্রবেশ করেন বলে রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান।
তিনি বলেন, মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় উভয়দেশের প্রতিনিধি দল তমব্রুর শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা করবেন। প্রতিনিধি দলটির বিকালে দেশের ফেরার কথা রয়েছে।
বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে শূন্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনার এই তারিখ নির্ধারণ করা হয়েছিল বলে জানান কমিশনার কালাম।