সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল
খালেদা জিয়ানিজস্ব প্রতিবেদক : জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পরদিনই হাই কোর্টে আপিল আবেদন দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
খালেদার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিট শাখায় এই আপিল জমা দেন।
নথিপত্রসহ ১২২৩ পৃষ্ঠার ওই আবেদনে ফাইলিং লইয়ার হিসেবে আবদুর রেজাক খানের নাম রয়েছে। সাজার রায়ের বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালেদার জিয়ার খালাস চাওয়া হয়েছে ওই আবেদনে।
বিএনপি নেত্রীর আরেক আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, “আপিল শুনানির জন্য তারিখ ঠিক হলেই আমরা খালেদা জিয়ার জামিনের আবেদন করব। বিডিনিউজ
এ জাতীয় আরও খবর

চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন

আজকের শিশুরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে : ক্যা.তাজ এমপি
