আন্দোলনের নামে বিশৃংখলা করলে কঠোর ব্যবস্থা….ব্রাহ্মণবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী
মাজহারুল করিম অভি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে কোন বিশৃংখলা কিংবা অরাজকতা সুষ্টি করলে তা সহ্য করা হবে না।আইন অনুযারী বিশৃংখলাকারীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই।
খালেদা জিয়ার রায়ের প্রসংগে তিনি বলেন যারা রায় নিয়ে কথা বলছেন তারা বিচার বিভাগের বিরুদ্বে কথা বলছেন।এখানে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে।রায়ের ব্যাপারে সরকারের কোন প্রভাব নেই।
তিনি আরো বলেন খালেদা জিয়া কারাগারে থাকাতে আগামী নির্বাচনে কোন প্রভাব পড়বে না।নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে।