জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ১০৫ মহা সম্মেলন শুরু
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ার ১০৫ আন্তজার্তিক মহা সম্মেলন আজ বৃহস্হপতিবার বাদ জোহর হতে শুরু হয়েছে।
জেলা ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই মহা সম্মেলনে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখছেন দেশ ও বিদেশের বিশিষ্ঠ ওলামা মাশায়েকগণ।
মহা সম্মেলনে সভাপতিত্ব করছেন আল্লামা আশেক এলাহী ইব্রাহিমী।