মাহফিল
শেখ কামাল: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা দরবার শরীফের প্রতিষ্ঠা, উপমহাদেশ বিখ্যাত পীওে কামেল ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক (র.) ও ছুফি সদরুদ্দীন (র.) এর অন্যতম খলিফা আলহাজ্ব হযরত মাওলানা প্রফেসর আবদুল খালেক (র.) এর ৬১তম ইছালে ছাওয়াব মাহফিল ১৬ফেব্রয়ারি শুক্রবার বাদ জুময়া হতে শুরু হবে। পরদিন শনিবার বাদ ফজর শেষ হবে।
এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক ধর্ম প্রাণ মুসলিম জনতা এতে অংশ গ্রহণ করে থাকে। পীর সাহেবের পুত্রদ্বয় মরহুম ব্রিগেডিয়ার (অব) আবদুল কুদ্দুছ ও মরহুম মোশাব্বের হোসেন কাউছার ও পরিবারের অন্যান্যদের ও তাঁর সিলসিলার সকলের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
জাহিদ কুদ্দুছ সাহেব সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করেন।