শনিবার, ২৪শে মার্চ, ২০১৮ ইং ১০ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ব্রা‏হ্মণবাড়িয়া পলিটেকনিকের সামনে ঢাকা- সিলেট মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে তাদের আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি ও একটি ছোড়া উদ্ধার করে। তারা মাধবপুর উপজেলার কলেজপাড়ার ছফিল উদ্দীনের ছেলে সেলিম মিয়া (৩৫) ও বালাগঞ্জ থানার পীরপুরের আজিব উদ্দীনের ছেলে মোঃ লায়েক মিয়া(৩৭) বলে জানা যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আর্শাদ জানান তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনগত ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Print Friendly, PDF & Email