আশুগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন
আশুগঞ্জ প্রতিনিধি : বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী ও যত্নবান হওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিরতণ বিভাগের কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার।
আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিরতণ বিভাগের নিবার্হী প্রকৌশলী চন্দন কুমার সূত্রধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রি-পেইড মিটার প্রকল্পের কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ওজেন জিং, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহানা বেগম, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান, বিদ্যুৎ গ্রাহক ডাঃ আব্দুল আল মাহমুদ নজরুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি মারুফুর রহমান, প্রকৌশলী শাখাওয়াত হোসেন চৌধুরী।