শাহজালালে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।
মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে দুবাই থেকে আসা দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে দুবাই থেকে আসা দুই ভারতীয় যাত্রীকে সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করে। পরে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করে হয়। এসময় তাদের শরীরের রেক্টামে ঈশ্বর দাস ১ কেজি ২৯৫ গ্রাম এবং গুরজান শিং ১ কেজি ৩২৫ গ্রাম স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ১২ পিস (ওজন ২ কেজি ৬২০ গ্রাম) স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা। এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।