সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

৪৩ মিলিয়ন ডলারে জ্যাকি কেনেডি ওনাসিসের শৈশবের বাড়ি কিনছে সৌদি সরকার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকুলিন কেনেডি ওনাসিসের স্ত্রী জ্যাকি কেনেডি ওনাসিসের শৈশবের বাড়ি কিনছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এস্টেটের মেরিউডের এ বাড়িটি কিনতে সৌদি সরকার ব্যয় করবে ৪৩ মিলিয়ন ডলার। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। বাড়িটি সৌদি সরকার কিনছে স্টিভ কেজের কাছ থেকে যিনি এওএল’এর প্রতিষ্ঠাতা। সৌদি দূতাবাস এ বাড়িটি ক্রয়ের সঙ্গে যুক্ত থাকলেও এটি কি কাজে ব্যবহার করা হবে সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি সরকার। তবে ধারণা করা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসার জন্যে বাড়িটি কিনে নেয়া হচ্ছে।

আরও : জোড়া ব্রেনের রাবেয়া-রোকেয়া: দ্বিতীয় অপারেশনে ৩০-৫০ লাখ টাকার যন্ত্রপাতি লাগবে

বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৯১৯ সালে। সাত একর জায়গায় জ্যাকুলিন যে বাড়িতে বেড়ে ওঠেন সেটি নির্মিত হয় ১৯৪০ সালে। বাড়িতে রয়েছে সুইপিংপুল, টেনিস কোর্ট, প্যাভিলিয়ন সহ ইনডোর ল্যাপ পুল, কিচেন, জিম ও চেঞ্জিং রুম।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বর্ণের দাম আগামী বছর বৃদ্ধি পাবে

গর্ভপাত! ব্রাজিলে হোয়াটসঅ্যাপ গ্রুপই এখন নারীদের একমাত্র ভরসা

সেপ্টেম্বরে রাশিয়া সফরে যাবেন কিম!

দুর্নীতির অভিযোগে নওয়াজের ভাই শাহবাজকে আদালতে তলব

বার্লিনে ছুরিধারীকে গুলি

প্রয়োজনে জাকির নায়েককে গ্রেপ্তার করবে মালয়েশিয়া