ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা!
অনলাইন ডেস্ক : অর্থ সংগ্রহ করার জন্য ডিজিটাল পদ্ধতি বেছে নিয়েছেন চীনের ভিক্ষুকরা। এ জন্য তারা ভিক্ষাপাত্রে কিউআর কোড যুক্ত একটি কার্ড রাখছেন।
আর সাহায্যকারী ওই কার্ড স্ক্যান করে মোবাইল ফোনের ‘আলিপে’ বা ‘উইচ্যাট’র মতো ডিজিটাল ওয়ালেট থেকে ভিক্ষুকদের সাহায্য করছেন।
ভিক্ষাবৃত্তির এই ডিজিটাল পদ্ধতিতে এখন চীনের মানুষ অভ্যস্ত হয়ে গেছে।
চীনের জিনান প্রদেশের ওয়াংফু পুল পর্যটন এলাকায় ভিক্ষুকদের পাত্রে কিউআর কোড যুক্ত কার্ড রাখতে দেখা যায়।
এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষার অর্থ নিচ্ছিলেন তারা।
জিনান প্রদেশে প্রতিবছর প্রচুর বিদেশি পর্যটক বেড়াতে আসেন। তারা পর্যটন এলাকার ভিক্ষুকদের অনেক টাকা দান করে থাকেন।
এখানে ভিক্ষার টাকা বেশি পাওয়ায় ভিক্ষুকদের পরিশ্রমও কম করতে হয়। তারা প্রতি সপ্তাহে গড়ে ৪৬ ঘণ্টা ভিক্ষা করেন।
চীনে খুচরা টাকার সংকট রয়েছে। তাই ভিক্ষা পাওয়া অনেকটা দুরূহ হয়ে উঠছে। তবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ভিক্ষুকরা অনেকটা সমস্যার সমাধান করতে পেরেছেন।
এদিকে দাতারাও বলছেন, ডিজিটাল ট্রানজ্যাকশনের সুযোগ নিয়ে ভিক্ষুকদের দান করা অনেক সহজ হয়েছে।
চীনের একটি সংস্থা বলছে, দেশটির বিভিন্ন শহর থেকে প্রত্যন্ত অঞ্চলেও কমদামি স্মার্টফোনে উইচ্যাট এবং আলিপে অ্যাপসের ব্যবহার ব্যাপকভাবে চালু আছে।
তবে সংস্থাটি দাবি করছে, অসাধু কিছু সংস্থা গরিব মানুষকে অর্থের লোভ দেখিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করার ব্যবসা করছে। কারণ এখানে পেমেন্টেগুলো ডিজিটাল পদ্ধতিতে হয়। এ কারণে ওই সব অসাধু সংস্থা প্রতিটি ট্রানজ্যাকশন থেকে কমিশন পায়।