রবিবার, ২৯শে এপ্রিল, ২০১৮ ইং ১৬ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণার গেজেট প্রকাশ

news-image

আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই গেজেটে বলা হয়, স্থানীয় সরকার (সিটি নির্বাচন) আইনের ১৫ (ঙ) ধারা অনুযায়ী, ১ ডিসেম্বর থকে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন,  “গতকাল ফাইলে সই করেছি, বোধহয় গেজেট হয়ে যাবে।”

গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকে। এরই মধ্যে সেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইসি।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক।

প্রায় দুই বছর ধরে ওই দায়িত্ব পালনের মধ্যেই চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত আনিসুল। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আলাদা শোক বার্তাও গেজেট আকারে প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণার গেজেট চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখানে ভোটের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হবে ইসিকে।

সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি- এই ৯০ দিনের মধ্যে উপ নির্বাচনের ভোট করতে হবে ঢাকা উত্তরে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান রোববারই বলেছিলেন, কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়ে অন্তত ৪৫ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী সিটি করপোরেশনের প্রথম সভা থেকে পাঁচ বছর মেয়াদ থাকে শপথ নেওয়া জনপ্রতিনিধিদের।

রাজীব আহসান বলেন, “উপ নির্বাচনে মেয়র পদে নতুন যিনি আসবেন, তিনি মেয়াদের বাকি অংশটুকু দায়িত্ব পালন করবেন।”

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় থাকবো : টার্নবুল

উন্নত দেশ গড়তে ২০ বছর মেয়াদি পরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

কক্সবাজারে জাতিসংঘের নিরাপত্তা প্রতিনিধি দল

যুবককে বাস চাপা : পা বিচ্ছিন্ন

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে গেছে : প্রবাসীকল্যাণমন্ত্রী