g এক বছর মাংস না খেলে অবিশ্বাস্য ফল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

এক বছর মাংস না খেলে অবিশ্বাস্য ফল

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১১, ২০১৭

---

অনলাইন ডেস্ক : বিশ্বে এখন মাংসাশী মানুষের সংখ্যা সিংহভাগ। আপনিও হয়তো মাংস না খেয়ে জীবন পার করে দেওয়ার কথা ভাবতেই পারছেন না। এভাবে অনেকেরই খাদ্যতালিকায় প্রথম দিকে আছে মাংস। আর মাংস-মাছ-ডিম পছন্দ করেন না- এমন মানুষ তো পাওয়াই দুস্কর।

এক বছর মাংস না খেয়ে থাকার কথা বললে আঁতকে উঠবেন হয়তো। কিন্তু আপনি কি জানেন, এক বছরের জন্য যদি কেউ মাংস খাওয়া ছেড়ে দেন বা মাংস না খান- তাহলে এর ফল হবে অবিশ্বাস্য। আসুন জেনে নিই কী সেই ফল-

১. স্বাস্থ্য বিষয়ক ভারতীয় একটি ম্যাগাজিনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, কোনো ব্যক্তি যদি এক বছর মাংস না খান, তাহলে তার ওজন গড়ে ১০ পাউন্ড কমবে। মাংস না খেয়ে প্রতিদিনকার খাদ্যতালিকায় শাক-সবজি জাতীয় খাবার রাখলে ব্যায়ামের নিয়মে পরিবর্তন না এনেই ওজন কমানো সম্ভব।

২. ওই সমীক্ষায় দেখা গেছে, মাংসাশীদের তুলনায় ভেজিটেরিয়ান মানুষের ডায়াবেটিসের আশঙ্কা অনেক কম। আর যারা ‘প্রসেসড মিট’ বা প্রক্রিয়াজাত মাংস বেশি খান, তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে।

৩. এক বছর মাংস না খেলে কোলেস্টেরল, রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কাও অনেক হ্রাস পাবে। নিরামিষী ব্যক্তিদের মধ্যে এসব অসুখের আশঙ্কা কম দেখা যায়।

৪. ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাংসের মধ্যে শ্রেণিবিভাগ করেছে— ১. ‘প্রসেসড মিট’ বা প্রক্রিয়াজাত মাংস ২. অন্যান্য মাংস। বেকন, সসেজ, সালামি প্রভৃতি প্রক্রিয়াজাত মাংস স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। এর ফলে ক্যানসারও হতে পারে। আর রেড মিট খেলে তো ক্যানসারের আশঙ্কা খুব বেশি থাকে।

৫. একটি সমীক্ষায় দেখা গেছে, মাংসাশীদের গাট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

এ জাতীয় আরও খবর