ব্রাহ্মণবাড়িয়ায় নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
            AmaderBrahmanbaria.COM
            
          
              নভেম্বর ৭, ২০১৭
            
          
---
                নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিরীহ গ্রামবাসী। আজ আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতনের শিকার আব্দুর রউফ।
              
              
                লিখিত বক্তব্যে আব্দুর রউফ বলেন, আশ্রাফপুর গ্রামের হাজী বাড়ি ও সাহেব বাড়ির বাসিন্দা বিল্লাল, সুমন, সেলিম ও ফাইজুলসহ তাদের পক্ষের দাঙ্গাবাজরা মামলা জনিত বিরোধের জেরে নিজেদের বাড়ি-ঘর কুপিয়ে ভাংচুর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় মেম্বার বাড়ির আমজাদ মোল্লাসহ নিরপরাধ লোকদেরকে আসামী করা হয়। পরে তারা স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের মাধ্যমে সমাধান করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন বিষয়টি মিমাংসা না করে এলাকায় দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আশ্রাফপুর গ্রামের হাজ্বী বাড়ি ও সাহেব বাড়ির চিহ্নিত দাঙ্গাবাজদের গ্রেফতার করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান। এসময় গ্রামের নির্যাতনের শিকার লোকজন উপস্থিত ছিলেন।
              
             
        