আখাউড়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী অনুপস্থিত ৬৭
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২, ২০১৭
---
আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন ৬৭ জন ছাত্রছাত্রী অনুপস্থিত রয়েছে। এরমধ্যে ছাত্র ২৭ ও ছাত্রী ৪০জন।
আজ বুধবার উপজেলার ৫টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এবছর আখাউড়ার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৩৬১ জন জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী। এর মধ্যে জেএসসি ২৯৩৬ জন এবং জেডিসি ৩২৫জন জন পরীক্ষার্থী। এবছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আখাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: কফিল উদ্দিন বলেন, অনুপস্থিত ছাত্রছাত্রীদের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে খোঁজ নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।