‘আমি নিজেকে ভ্যাজেইনা উপহার দিয়েছি’
---
বিনোদন ডেস্ক :পুরুষ মডেল হিসেবেই টেলিভিশনে আত্মপ্রকাশ। ২০১৫ সালে এমটিভির ‘স্প্লিটসভিলা’য় অংশ নিয়েছিলেন গৌরব আরোরা। তিনিই এখন গৌরী আরোরা হয়ে ফিরে এসেছেন গ্ল্যামার জগতে। গত বছরই লিঙ্গ পরিবর্তন করিয়েছেন তিনি।। এ বছর অংশ নিয়েছেন ‘ইন্ডিয়াস টপ মডেল’ প্রতিযোগিতায়। অডিশনে এসে তিনি বলেন, ‘আমি নিজেকে একটি ভ্যাজেইনা উপহার দিয়েছি।’
শুধু নারীত্ব পাওয়াই নয়, বিকিনি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটার লক্ষ্য নিয়েছেন গৌরী। কিছুদিন আগে কালারস টিভিতে ‘নেক্সট টপ মডেল শো’তে বিচারকদের সামনে বিকিনি পরে হেঁটে এলেন তিনি। বিচারকের আসনে ছিলেন মালাইকা আরোরা, মিলিন্দ সুমন, ডাব্বু রতনানির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। আর সেখানে নিজের সম্পর্কে বলতে গিয়ে গৌরী বললেন, নারী হওয়া একটা ঈশ্বর প্রদত্ত উপহার। আমি নিজেকে একটা ‘ভ্যাজাইনা’ উপহার দিয়েছি।
তিনি বলেন, ‘আগে আমি একজন পুরুষ মডেল ছিলাম। ম্যাগাজিনের কভারেও জায়গা করে নিয়েছিলাম। আমার এইট প্যাক অ্যাবস ছিল, ১৬ ইঞ্চি বাইসেপ। খুবই ফিট মডেল ছিলাম আমি। আজও আমি নার্ভাস। কারণ আমার কাঁধ চওড়া। তবে প্রত্যেকদিন আমি একজন নারী হয়ে উঠছি।’
গৌরী বলেন, ‘আমার প্রেমিক এবং আমার বাবা আমাকে বিকিনি পরতে নিষেধ করেছিলেন। কারণ নারী হিসেবে এটাই আমার প্রথম শো। আর সবাই ভাববে আমি এই শোয়ের জন্যই লিঙ্গ পরিবর্তন করেছি। কিন্তু আমি ছোটবেলা থেকেই নিজের মধ্যে নারীসত্তা অনুভব করতাম। পরিবারকে একথা জানালে আমার বাবা আমাকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে অস্ত্রোপচার করান। বাবার চোখের সামনে আমি ছেলে থেকে মেয়ে হয়েছি। আমার বাবাও দেখতে চেয়েছিলেন, তিনি একটি ছেলে জন্ম দিয়েছিলেন। এবার তিনি মেয়ের জন্ম হতে দেখছেন।’
উল্লেখ্য, ২০১৬ সালে বিক্রম ভাটের ‘লাভ গেমস’ ছবিতে পুরুষ রূপে দেখা দিয়েছিলেন তিনি। এছাড়া ‘রাজ:রিবুট’ ছবিতেও পুরুষের ভূমিকায় অভিনয় করেন। বর্তমানেরা এই তারকা এখন গৌরি নামে পরিচিত।