আখাউড়ায় এড. সিরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালিত
---
আনোয়ার হোসেন উজ্জল, আখাউড়া : আখাউড়ায় বরেণ্য আইনজীবি, সংবিধান প্রণেতাদের অন্যতম মরহুম এড. সিরাজুল হকের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আখাউড়া পৌরসভার উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা, শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ, বক্তব্য শুনে উত্তর দেয়া ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম সিরাজুল হকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পৌর মেয়র তাকজিল খফিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য এড. ফজিলাতুন নেছা বাপ্পি। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছ্জ্জুামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ মিয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসন তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: সেলিম ভূইয়া, মো: মনির হোসেন বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান পিওয়া আক্তার, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল ভূইয়া, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ স্বপন ভূইয়া, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, পৌর কাউন্সিলর কাজী নাছির উদ্দিন খাদেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।