নিহত সায়েমের হাতে ‘তিমি মাছ আঁকা’
---
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পশ্চিম কাজিপাড়া থেকে উদ্ধার হওয়া নিহত কিশোর সায়েম দেওয়ানের হাতে তিমি মাছ আঁকা আছে। মঙ্গলবার দুপুরে এমন তথ্য সাংবাদিকদের কাছে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।
তিনি জানান, নিহত সায়েমের ময়না তদন্ত শেষ হয়েছে। এ সময় তার গলায় দাগ ও হাতে টুট বা বিভিন্ন ধরনের লেখা পাওয়া গেছে। এছাড়া তিমি মাছের আঁকা ছবি পাওয়া গেছে। সুঁই বা অন্য কিছু দিয়ে এটি খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, সায়েমের গলা থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। এছাড়া রক্ত ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা করা হবে।
এর আগে, গতকাল সোমরার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর পশ্চিম কাজিপাড়া এলাকার ৭৬০ নং বাসা থেকে সায়েমের লাশ উদ্ধার করে পুলিশ। সায়েম ওই বাসার বাসিন্দা বাবু দেওয়ানের ছেলে। সে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করত।
মিরপুর থানা পুলিশের এসআই আতিকুর রহমান জানান, ‘ব্লু হোয়েলে’ নেশাগ্রস্থ হয়েই সায়েম আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেই গেইমের কিছু নমুনাও তার দেহে পাওয়া গেছে।