পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করল দুই মাদক ব্যবসায়ী
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছে দুই মাদক ব্যবসায়ী।
আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণ কারী দুজন হল সদর উপজেলার মজলিশপুর আমিরপাড়া এলাকার মৃত আলফাজ মিয়ার ছেলে হাকিম মিয়া (৩৮) ও আক্কাছ মিয়া (৪৫)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা সূত্র জানায়, আত্মসমর্পণকারী হাকিম মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬টি মামলা এবং আক্কাছ মিয়ার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এসব মামলায় আক্কাছ মিয়া জামিনে থাকলেও হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মাদক বিরোধী কঠোর অবস্থানের কারনে তারা আতঙ্কিত হয়ে আত্বসমর্পণ করেছেন। এসময় পুলিশ সুপার তাদের দুজনের পরিবারকে সৎভাবে জীবন যাপনের জন্য পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্থ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান , আত্বসমর্পণকারী দুজনের মধ্যে হাকিম মিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।