যেখানে মুসলিম নারীদের বিউটি পার্লারে যেতে মানা
---
অনলাইন ডেস্ক : মুসলিম নারীদের বিউটি পার্লারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে।
ইসলামের রীতি অনুযায়ী, পর পরুষদের দেখানোর উদ্দেশ্যে নারীদের রূপচর্চা করা এবং চুল কেটে ফেলা ধর্ম বিরুদ্ধ কাজ। ফলে যোগী আদিত্যনাথের রাজ্যে মুসলিম নারীদের পার্লারে যাওয়ার উপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
উত্তরপ্রদেশের শাহারানপুর জেলার মুসলিম বিশ্ববিদ্যালয় দারুল-উলুম দিওবান্দ শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, দারুল ইফতা নামে ওই বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন এই ফতোয়া জারি করেছে। সংগঠনটির প্রধান মওলানা কাজমি জারি করা ফতোয়ায় বলেন, মুসলিম নারীদের রূপচর্চা ও চুল কাটার মতো কাজ ইসলামের নিয়মবিরুদ্ধ। তাই নারীদের পার্লারে যাওয়া উচিত নয়। শুধু তাই নয়, চুল কাটতেও পারবেন না কোনো মুসলিম নারী।
এ ঘোষণার দেশের বিভিন্ন স্থানে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ-কেউ এর তীব্র সমালোচনা শুরু করেছেন।
দারুল ইফতার মতে, ইসলামে মোট দশটি এমন কাজের উল্লেখ রয়েছে যা মুসলিম নারীদের কখনই করা উচিত নয়। এর মধ্যেই একটি কাজ হলো এই ভ্রু প্লাক।
এই প্রসঙ্গে কাজমি বলেন, ‘চুল কেটে ফেলা বা রূপচর্চা- মুসলিম নারীদের কখনোই করা উচিত নয়। কারণ এসবে নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায়।’
মুসলিম নারীদের অবশ্যই পার্লার জাতীয় জায়গা থেকে দূরে থাকা উচিত। কারণ রূপচর্চার কারণেই অন্যান্য পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন বলেও মন্তব্য করেন তিনি।
কাজমি আরও জানান, বর্তমানে বহু মুসলিম নারীর পার্লারে যাওয়ার ঝোঁক রয়েছে। তাই এই ধরনের ফতোয়া আরও আগে জারি করা উচিত ছিল।