g শিক্ষা বঞ্চিত পথ শিশুদের পাশে আশ্রয় বিদ্যাপীঠ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

শিক্ষা বঞ্চিত পথ শিশুদের পাশে আশ্রয় বিদ্যাপীঠ

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১০, ২০১৭

---

সন্তোষ চন্দ্র সূত্রধর ,আশুগঞ্জ থেকে : প্রায় শতাধীক গরীব অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আশ্রয় বিদ্যাপীঠ নামের একটি সংগঠন। আশুগঞ্জের খাদ্য গুদাম রোডে খোলা আকাশের নিচে সপ্তাহে তারা তিনদিন (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) বিকেলে ক্লাস নিয়ে তাদের অধিকার আদায় ও জীবনযাত্রার মান পরিবর্তন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে চাহিদা মত বিনামূল্যে প্রয়োজনীয় বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সা¤্রগী প্রদান করা হয়। তাছাড়াও শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে সপ্তাহে একদিন খাবার প্রধান করে থাকে। তবে বৃষ্টি হলে খোলা আকাশের নিচে ক্লাস নিতে তাদের সমস্যা হয়ে থাকে। সংগঠনটি ২০১৭ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকেই সুবিধা বঞ্চিত পথ শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা ও সমাজের বিভিন্ন সামাজিক কার্যকর্ম করে আসছে। তাছাড়াও গত ৬ অক্টোবর বাংলাদেশে আগত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ইশ্তিয়াক আশিক জানান, আমরা সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে সমাজের পথ বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি । বর্তমানে আমাদের এখানে ১২০ জনের মত পথ শিশুদের হাতে কলমে বিনামূল্যে শিক্ষা উপকরণ সহ শিক্ষা দিচ্ছি। তাছাড়াও আমরা সমাজের বিভিন্ন সামজিক কার্যকর্ম করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর