মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের উদ্দ্যোগে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে অনুদান
---
শামীম সরকার,মালয়েশিয়া : “মানুষ মানুষের জন্য,বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই” ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে বন্যার্তদের জন্য সহায়তা তহবিলে প্রতি দিনই বিভিন্ন মহল সহায়তা দিচ্ছে এরই ধারাবাহিকতায় গত সোমবার মালেয়শিয়াস্হ ব্রাম্মণবাড়িয়ার জেলা সমিতির একটি প্রতিনিধি দল ব্রাম্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতে ঈদ শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি মোঃনাজমুল ইসলাম বাবুল ।
ব্রাক্ষণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার)নেতৃত্বে আইন শৃঙ্গলার রক্ষা, অতিরিক্ত মাদক নির্মূলের সফলতা,মানবিক কাজে নিজেকে সম্পৃক্তা করা,জেলা পুলিশের সকল সদস্যসহ ও জেলার সকল মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে ভয়াবহ বন্যার কবলের মত দুর্যোগময় সময় বানবাসি মানুষের পাশে দাড়ানোর আহবান এই সমস্ত উন্নয়নমূলক ও মূল্যবোধের জন্য জেলা সমিতির ও মালয়েশিয়া কেন্দ্রীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ নাজমুল ইসলাম বাবুল পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এই সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার )ও মালয়েশিয়াস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলার এসোসিয়েশন এর নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং প্রবাসী বাঙ্গালীদের অবদানের কথা স্বীকার করে আরো বেশী বেশী বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আহবান জানান।এই সময় ব্রাম্মণবাড়িয়া জেলা পুলিশের বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম বার) এর হাতে মালয়শিয়াস্থ ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ ৫০,০০০/- টাকা অনুদান তুলে দেন ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবার হোসেন,ব্রাম্মণবাড়িয়া জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোঃ লোকমান হোসেন,মালয়শিয়াস্হ ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি, মোঃ নূরুল হুদা, উপদ্রেষ্টা মোঃনজরুল ইসলাম বিল্লাল প্রমুখ।