ব্রাহ্মণবাড়িয়ায় মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষ আহত ১৫
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে ঘটনা ঘটে আর এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
প্রর্তক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কাইতলা (উওর) ইউনিয়নের কোনাউর গ্রামের রহিম মহাজন ও শরাফত আলীর লোকজনের মর্ধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
ঈদের দিন (শনিবার) বিকেলে কোরবানির গোশত বিতরণ নিয়ে রহিম মহাজন এবং শরাফত আলীর লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসা করার লক্ষ্যে গতকাল সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন গ্রাম্য সালিশিতে বসেন। কিন্তু এরই মর্ধ্যে সালিশ চলাকালেই দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় আবারোও সংঘর্ষে লিপ্ত হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, কোরবানির মাংস বিতরণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্হলে পুলিশ মোতায়েন রয়েছে।