ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
---
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে এবং মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় প্রদানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সকারের প্রতি আবেদন জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সংগঠনের উপদেষ্টা গাজী ফয়েজ আহম্মেদ আল চিশতী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলাম মাষ্টার, মাঈনুদ্দিন টিটু, রওনক রুবেল, সালমা বেগম, এ্যামীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে তারা রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদশে আশ্রয় প্রদানে সরকারের প্রতি অনুরোধ জানান। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।