রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের খবর গুজব : মিয়ানমারের সংবাদমাধ্যম
---
আন্তর্জাতিক ডেস্ক : রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের খবর গুজব বলে দাবি করেছে মিয়ানমারের একাধিক সংবাদমাধ্যম। সরকারি মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মিজিমা নামের মিয়ানমারের একটি সংবাদমাধ্যমে সেনা মোতায়েনের খবর উড়িয়ে দিয়েছে।
মিয়নমার সরকারের মুখপাত্র ইউ জাউ হিতাই এ খবরকে গুজব দাবি করে বলেন, সরকার রাখাইন রাজ্যে প্যারামিলিটারি সেনা পাঠানোর বিষয়টি মোটেও ভাবছে না। এটা সরকারের নীতি নয়। সরকারি জোটের আদর্শের সঙ্গেও এটি যায় না। এমনকি রাজ্য সরকারও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না।
সংবাদমাধ্যমটির অপর একটি প্রতিবেদনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা সিটওয়ে টাউনশিপ চেয়ারম্যান সান শিউ কিয়াউয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার স্থানীয় রাখাইনদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। যাতে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল মংডু এলাকায় তারা সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে পারে।