g নাসিরনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী পালিত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৮ই আগস্ট, ২০১৭ ইং ৩রা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

নাসিরনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী পালিত

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৫, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বাষির্কী পালন উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ,বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,শোকর‌্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে পরিষদ পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য পরিচালনায় আলোচনা সভায়উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,জেলা পরিষদ পানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকসুদুল রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, উপজেলা তথ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, সদর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলামবেলায়েত,সাবেক ছাত্রলীগ সভাপতি বসির আল-হেলাল,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহ্বায়ক সুমন ভট্টাচার্য অমর প্রমূখ।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ জোহর জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচী পালন করে।

এ জাতীয় আরও খবর