আ.লীগের সরকারে থাকার যে বৈধতা নেই, তা স্পষ্ট হয়ে গেছে : মির্জা ফখরুল
AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৪, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ফলে আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই, তা স্পষ্ট হয়ে গেছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই রায়ের পর্যবেক্ষণের মধ্যে ধ্রুবতারার মতো কিছু সত্য বেরিয়ে এসেছে। তাদের যে একদলীয় চিন্তা ভাবনা ও মানসিকতা এটাকে তারা প্রতিষ্ঠিত করবার জন্য এখন চিৎকার শুরু করেছে। ধ্রুব সত্য তারা মেনে নিতে পারছে না। ঠাকুরগাঁও পৌর এলাকার শিল্পকলা একাডেমি, মুন্সিপাড়া, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, শান্তিনগর ও বাদুপাড়াসহ বেশ কিছু আশ্রয়কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ত্রাণ বিতরণ করেন।