g রোডই যেখানে নেই, ম্যাপ দিয়ে কী হবে : ফখরুল | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

রোডই যেখানে নেই, ম্যাপ দিয়ে কী হবে : ফখরুল

AmaderBrahmanbaria.COM
জুলাই ১৬, ২০১৭

---

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন সহায়ক সরকারের সুরাহা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এর তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডম্যাপ ঘোষণার ফলে বিদ্যমান রাজনৈতিক সংকট আরো বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, সেখানে ম্যাপ ঘোষণা করে কী হবে’ দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ জাতীয় আরও খবর