৪০ লাখ ডলারে নেটফ্লিক্সেও ‘বাহুবলী টু’
---
বিনোদন ডেস্ক : ভারতের বাজারে নেটফ্লিক্সের প্রবেশের ১৮ মাসও পার হয়নি। এরমধ্যেই দেশটিতে বিনিয়োগ দ্বিগুণ করেছে অনলাইন টেলিভিশন নেটওয়ার্কটি।
শাহরুখ খানসহ বড় বড় তারকা ও কোম্পানির সঙ্গে চুক্তির পর এবার তারা দেশটির আঞ্চলিক ছবিও ক্রয় করা শুরু করেছে।
জানা গেছে, সম্প্রতি ভারতের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ কিনে নিয়েছে নেটফ্লিক্স। এ জন্য তারা খরচ করেছে ৪০ লাখ মার্কিন ডলার। এ নিয়ে বক্স অফিসে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু’র আয় দাঁড়াল ১৭০০ কোটি রুপিতে।
গত ২৮ এপ্রিল মুক্তি পাওয়া তেলেগু ও তামিল ভাষায় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন প্রভাষ, আনুশকা শেঠি, রানা ডাগ্গুবাতি, সত্যরাজ, রামায়া কৃষ্ণা ও তামান্না ভাটিয়া। ছবিটি পরে হিন্দি, মালায়াম, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ ও ইংরেজি ভাষাতেও ডাব করা হয়।