g ভুলে ভরা সরাইলের প্রাথমিকের প্রশ্নপএ ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভুলে ভরা সরাইলের প্রাথমিকের প্রশ্নপএ !

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৯, ২০১৭

---

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষার তৃতীয় শ্রেনির ইংরেজী প্রশ্নপত্রে অসংখ্য ভুল ধরা পড়েছে। এ প্রশ্ন দিয়েই  সোমবার  শেষ হয়েছে দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা।

 দ্বিতীয়  দিনের ইংরেজি পরীক্ষা শেষে প্রশ্নপত্র পড়ে দেখা যায় , তৃতীয় শ্রেণির ইংরেজি প্রশ্নের প্রথম দিকের একটি প্যাসেজে  ‘ afternoon ‘এর জায়গায় লেখা হয়েছে ‘ afternoonm  এবং প্যাসেজের   ৩য় লাইনে I’ m এর জায়গায় I ‘ g লেখা হয়েছে। I ‘ m active এর স্থলে I.m active লেখা হয়েছে। এখানে  lost sign এর জায়গায় Full stop  লেখা হয়েছে এবং প্যাসেজের চতুর্থ  লাইনে myself  এর জায়গায় my self লেখা হয়েছে।  Myself  এক শব্দে হবে, দুই শব্দে নয়। প্রশ্নপত্রে আরো কিছু ভুল আছে।
প্রাইমারি  স্কুলের এক  অভিভাবকরা   অভিযোগ করে বলেন  ‘প্রাথমিক  স্তরে ইংরেজি প্রশ্নপত্রে এতগুলো ভুল মেনে নেওয়া যায় না। একে শুধু ছাপার ভুল বলা যায় না। এখানে প্রশ্ন প্রণয়নকারী সংশ্লিষ্ট শিক্ষকের অজ্ঞতা ও অমনোযোগিতাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। এর দায় কে নেবে?

এ জাতীয় আরও খবর