g লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী রাখার উপায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৮ই আগস্ট, ২০১৭ ইং ৩রা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী রাখার উপায়

AmaderBrahmanbaria.COM
জুলাই ২৯, ২০১৭

---

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর ঠোঁটে সুন্দর হাসি। সেই ঠোঁটের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় লিপস্টিক। নানা রঙের লিপস্টিকে নারীরা রাঙিয়ে থাকেন ঠোঁটকে। সুন্দর মানানসই পোশাক পরার সঙ্গে মানানসই লিপস্টিকও খুব জরুরি।

শুধু লিপস্টিক লাগিয়ে রাখলেও কিন্তু আবার দায়িত্ব শেষ হয়ে যায় না। খেয়াল রাখতে হয় খুব তাড়াতাড়ি উবে যায় কিনা আপনার ঠোঁটে লাগানো লিপস্টিক।

অধিকাংশেরই ঠোঁটে লাগানো লিপস্টিক বেশিক্ষণ স্থায়ী হয় না। এই সমস্যা কীভাবে কাটিয়ে ওঠা যায় তার কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে জিনিউজের এক প্রতিবেদনে।

লিপস্টিক ব্যবহার করার আগে এক্সফলিয়েটর ব্যবহার করুন। ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ময়শ্চারাইজার জাতীয় লিপ বাম ব্যবহার করুন। তার উপর লিপস্টিক ব্যবহার করলে সারাদিন আপনার ঠোঁটে লিপস্টিক থাকবে।

ঠোঁটকে আরও সুন্দর করে তোলে লিপস্টিক। সেই লিপস্টিককে স্থায়ী করতে লিপস্টিক লাগানোর আগে রঙ মিলিয়ে লিপ লাইনার ব্যবহার করুন।

লিপস্টিক ব্যবহারের পর লিপ প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।

লিপস্টিক ব্যবহার করার পর ব্লটিং পেপার দিয়ে অতিরিক্ত তেল শুষে নিন। তারপর আরেকবার লিপস্টিক ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর