বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মাশরাফির বিকল্প এখনো তৈরি হয়নি-পাপন

AmaderBrahmanbaria.COM
জুলাই ১১, ২০১৭

---

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। কয়েকটি মহলে গুজব-গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাকি মাশরাফিকে বাদ দেয়ার জন্য তৎপর হয়ে ওঠেছে। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার সেসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। মাশরাফিকে বাদ দেয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন পাপন।

টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর সংক্ষিপ্ততম ফরম্যাটে অধিনায়ক হিসেবে মাশরাফির স্থলাভিষিক্ত হন সাকিব আল হাসান। এবার ওয়ানডে ফরম্যাটেও বিসিবি তার বিকল্প খুঁজছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিসিবি প্রধান মাশরাফি ভক্তদের আশ্বস্তই করেছেন।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পাপন বলেছেন, ‘আমার আগের কথোপকথনে পুরোটা প্রচার মাধ্যমে আসেনি। যততুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়। আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর। এ মুহূর্তে অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।’

মাশরাফির বিকল্প তৈরি হয়নি জানিয়ে পাপন আরো বলেছেন, ‘মাশরাফি যত দিন ইচ্ছা তত দিন খেলবে। তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার কোনো চিন্তা বোর্ডের নেই। মাশরাফির বিকল্পও এখনো তৈরি হয়নি।’

পরিসংখ্যান এবং পারফরম্যান্স সবমিলিয়ে মাশরাফি বাংলাদেশের সেরা অধিনায়কদের একজন। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নেই। এই ব্যাপারে পাপন বলেছেন, ‘সম্ভবত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্ব ক্ষমতা অসাধারণ, এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই। কাজেই অধিনায়ক মাশরফিকে সরানোর প্রশ্নই আসে না; আর আমরা তা নিয়ে ভাবছিও না।’