বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে শ্রীলঙ্কা?

AmaderBrahmanbaria.COM
জুলাই ১১, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : সনাথ জয়াসুরিয়া, সাঙ্গাকারা কিংবা জয়াবর্ধনেরা কি স্বপ্নেও ভেবেছিলেন তাদের রেখে আসা দলটি এত বাজে পরিস্থিতিতে যেতে পারে? জিম্বাবুয়ের মতো র‌্যাংকিংয়ের তলানির দলের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে প্রশ্নের মুখে লঙ্কান ক্রিকেট। কেবল তাই নয়, ২০১৯ বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতাও হারাতে পারে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল!

আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও র‌্যাংকিংয়ের শীর্ষ ৭ দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দুই দলকে বাছাই পর্বের পাহাড় ডিঙাতে হবে। চ্যাম্পিয়নস ট্রফি শেষে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ছিল ৯৩। জিম্বাবুয়ের কাছে হেরে ৫ রেটিং পয়েন্ট হারিয়েছে তারা। এখন তাদের পয়েন্ট ৮৮। এই পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ৮ নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই না করার সবরকম সম্ভাবনা আছে ম্যাথুজদের।

সূচি অনুযায়ী জিম্বাবুয়ে সিরিজ শেষে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই সিরিজে কোহলি বাহিনীর কাছে লঙ্কানদের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। হোয়াইটওয়াশও হতে পারেন ম্যাথুজরা। এরপর ইংল্যন্ডের বিপক্ষে খেলবে ৭৮ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি জিতে বেশ আত্মবিশ্বাসী তারা। সুতরাং শ্রীলঙ্কার কপালে বেশ দুঃখই আছে!