টেস্ট অলরাউন্ডার র্যাংকিং: শীর্ষেই আছেন সাকিব, ৪ নাম্বারে মঈন
---
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন মঈন আলী। ব্যাট হাতে দুই ইনিংস মিলে করেছেন ৯৪ রান (৮৭+৭)। বল হাতে নিয়েছেন ১০ উইকেট (৪+৬)। তার অসাধারণ নৈপুণ্যে প্রোটিয়াদের ২১১ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।
লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক মঈনই। প্রোটিয়াদের বিপক্ষে দুর্দান্ত এ পারফরম্যান্সের ফলও পেয়েছেন এই অলরাউন্ডার হাতেনাতে। আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।
ছয় নম্বর থেকে চারে উঠে এলেন মঈন। তার সংগ্রহ ৩৮৪ রেটিং পয়েন্ট। স্বদেশি অলরাউন্ডার বেন স্টোকসকে পেছনে ফেলেছেন মঈন। স্টোকস নেমে গেছেন পাঁচে। এই পেস-অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৯।
এদিকে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকার ৪৩২ রেটিং পয়েন্ট। সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রবীন্দ্র জাদেজা। এই ভারতীয় অলরাউন্ডারের ৪২২ রেটিং পয়েন্ট। তৃতীয় স্থানে আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪১৩।