সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

শিষ্টাচার ভেঙে ট্রাম্পের চেয়ারে ইভাঙ্কা!

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ক্ষমতার দাপট দেখিয়ে শিষ্টাচার ভেঙ্গে বাবার আসনে বসে গেলেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প। জার্মানির হামবুর্গে বিশ্ব নেতাদের আসরে এমন কাণ্ডই ঘটিয়েছেন ইভাঙ্কা!

গত শনিবার জি-২০ সম্মেলনের এক সেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য নির্ধারিত আসনে তিনি বসে পড়েন। প্রেসিডেন্টের জন্য নির্ধারিত হওয়ার পরও তা ডিঙিয়ে ইভানকার ঘটনাটিকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও ট্রাম্পের পরিবার প্রীতির নমুনা হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের মুখোমুখি বৈঠকের জন্য ট্রাম্প অধিবেশন কক্ষ থেকে বের হওয়ার সময়টাতে ওই কাণ্ড ঘটান ইভানকা।

রাশিয়ান প্রতিনিধিদলের একজনের টুইট করা একটি ছবিতে দেখা যায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র মাঝখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসনে বসে আছেন তার কন্যা ইভাঙ্কা।

অধিবেশনে উপস্থিত এক কর্মকর্তা জানান, একাধিকবার প্রেসিডেন্টের আসনে বসেছেন ইভাঙ্কা। তবে এসময় তাকে কোনো কথা বলতে দেখা যায়নি।

পরে অবশ্য ইভাঙ্কার মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ট্রাম্পকন্যা কক্ষের পেছনের সারিতেই বসা ছিলেন। যখন প্রেসিডেন্ট বের হয়ে যান তখনই ইভাঙ্কা মূল টেবিলে প্রেসিডেন্ট আসনে বসেন।

আফ্রিকার অভিবাসন ও স্বাস্থ্য সেবা বিষয়ে আয়োজিত বৈঠকটিতে সভাপতিত্ব করছিলেন বিশ্ব ব্যাংক চেয়ারম্যান জিম ইয়ং কিম।

এ জাতীয় আরও খবর