নরেন্দ্র মোদি নন, ইসরায়েলে রয়েছে অন্য এক ‘মোদি’!
---
আন্তর্জাতিক ডেস্ক :দিন কয়েক আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। ইসরাইলে গেলেও কিন্তু তার সঙ্গে দেখা হল না সে দেশের ‘মোদি’র সঙ্গে। এই মোদী অবশ্য কোনও ব্যক্তি নন। এই মোদীর পুরো নাম মোদী’ইন ম্যাকাবিম। যা ইসরায়েলের একটি ছোট্ট শহর।
মোদি’ইন ম্যাকাবিম ইসরায়েলের ‘সিটি অফ দ্য ফিউচার’ বলে পরিচিত। নরেন্দ্র মোদীর নামের সঙ্গে মিল থাকায় এবং সম্প্রতি তিনি ইসরায়েল সফরে যাওয়ায় নতুন করে চর্চায় উঠে এসেছে শহরটি। তবে ইজরায়েল সফরে গেলেও নেমসেকের সঙ্গে দেখা করতে যাননি তিনি।
তেল আবিব থেকে দক্ষিণ-পূর্বে ৩৫ কিলোমিটার দূরে মধ্য ইসরায়েলের অন্তর্গত এই শহরটি। বয়সে নবীন এই শহরটি স্থাপিত হয় ১৯৯৩ সালে। তবে এই শহরের নামের সঙ্গে নরেন্দ্র মোদির কোনও যোগাযোগ নেই।
মোদি’ইন নামটি ইসরায়েলেরই অন্য একটি গ্রামের নামানুসারে রাখা হয়েছে। খ্রিস্ট ধর্মযাজক ম্যাথিয়াস এবং তার পাঁচ ছেলে মোদি’ইন নামে গ্রামে থাকতেন। সেই গ্রামের নাম থেকেই মোদি’ইন নামটি এসেছে। আর ম্যাকাবিম শব্দটি এসেছে ধর্মযাজক ম্যাথিয়াসের পুত্রদের নামানুসারে। ম্যাটাথিয়াস তার পাঁচ পুত্রকেই ম্যাকাবিম বলে ডাকতেন।