সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

এসআই সাত্তারের দ্বিতীয় স্ত্রী ছিলেন সোমা

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগরে এক বাসা থেকে পুলিশের এসআই সাত্তার ও তার স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা করা হয়েছে। পুলিশের ধারণা, তারা দু’জনই আত্মহত্যা করেছেন। নিহত এসআই আব্দুস সাত্তার (৩৫) বাড্ডা থানায় নিয়োজিত ছিলেন।

শনিবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে রূপনগর থানার ওসি শহিদ আলম জানান।

হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিবুল হাসান রাত ৮টা ৪০ মিনিটে দুজনকে মৃত ঘোষণা করেন।

সাত্তারের সঙ্গে নিহত সোমা (৩২) তার দ্বিতীয় স্ত্রী। বছর খানেক আগে প্রথম স্ত্রীর খালাত বোন সোমার সঙ্গে তার বিয়ে হয় বলে পুলিশ জানায়।

এই এসআইয়ের প্রথম স্ত্রীর ঘরে ১০ ও ৬ বছরের দুটি ছেলে রয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে সোমাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা ওই বাসা থেকে দু’টি গুলির শব্দ পেয়েছেন বলেও পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন তিনি।’

এ জাতীয় আরও খবর