আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত
---
আখাউড়া প্রতিনিধি : শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার পথে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঘণ্টাখানেক ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল।
পরবর্তীতে এক ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প পথে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে ওই তিনটি বগির উদ্ধারকাজ শেষ হয়।
আখাউড়া রেলওয়ে জংশনে ঢোকার পথে আখাউড়া রেলওয়ে থানা বরাবার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের দিকের তিনটি বগির চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীদের চিৎকারে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ও স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। খবর পেয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।