ইংলিশ অধিনায়ক রুটের নতুন রেকর্ড
AmaderBrahmanbaria.COM
জুলাই ৭, ২০১৭
---
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন জো রুট। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে ২৩৪ বলে ১৯০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।ফলে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সর্বোচ্চ ব্যক্তিগত রানের নয়া রেকর্ড গড়েন তিনি।
ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান:
খেলোয়ার | রান | বিপক্ষ | সাল | ভেন্যু |
জো রুট | ১৯০ | দক্ষিণ অাফ্রিকা | ২০১৭ | লর্ডস |
অ্যালিস্টার কুক | ১৭৩ | বাংলাদেশ | ২০১০ | চট্টগ্রাম |
অ্যান্ড্রু স্ট্রাউস | ১২৮ | পাকিস্তান | ২০০৬ | লর্ডস |
অ্যালান ল্যাম্ব | ১১৯ | ওয়েস্ট ইন্ডিজ | ১৯৯০ | ব্রিজটাউন |
আর্চি ম্যাকলারেন | ১০৯ | অস্ট্রেলিয়া | ১৮৯৭ | সিডনি |
কেভিন পিটারসেন | ১০০ | দক্ষিণ আফ্রিকা | ২০০৮ | দ্যা ওভাল |
এছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক টেস্টে অধিনায়ক হিসেবে ব্যক্তিগত রানের ক্ষেত্রে চতুর্থস্থানে নাম তুলেছেন রুট।বিশ্বের মধ্যে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান :
খেলোয়ার | রান | প্রতিপক্ষ | সাল | ভেন্যু |
গ্রাহাম ডাউলিন (নিউজিল্যান্ড) | ২৩৯ | ভারত | ১৯৬৮ | ক্রাইস্ট চার্চ |
শিবনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ) | ২০৩ | দক্ষিণ আফ্রিকা | ২০০৫ | গায়না |
ক্লেম হিল (অস্ট্রেলিয়া) | ১৯১ | দক্ষিণ আফ্রিকা | ১৯১০ | সিডনি |
জো রুট (ইংল্যান্ড) | ১৯০ | ইংল্যান্ড | ২০১৭ | লডর্স |