g ব্রাজিল-আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

AmaderBrahmanbaria.COM
জুলাই ৪, ২০১৭

---

 

স্পোর্টস ডেস্ক :দুই বছর বাদে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরছে কনফেডারেশন্স কাপের নতুন চ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষে উঠতে দলটি পেছনে ফেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে। এপ্রিল থেকে এই অবস্থানটি দখল করেছিল ব্রাজিল। এর আগে ব্রাজিল এক এবং আর্জেন্টিনা দুইয়ে ছিল।

ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থানে থেকে শেষ করায় চার ধাপ এগিয়ে চতুর্থ নম্বরে অবস্থান করছে। টুর্নামেন্টের ফাইনাল খেললেও চিলি রাশিয়ায় মাত্র একটি ম্যাচে জয় পায়! তিন ধাপ পিছিয়ে তারা অবস্থান করবে সাতে।

পাঁচ নম্বরে উঠতে সুইজারল্যান্ড চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে। পোল্যান্ড তাদের ইতিহাসের সর্বোচ্চ অস্থানে এসেছে। দলটি আছে ষষ্টস্থানে। জুনে তারা আগের সবচেয়ে ভালো অবস্থান দশ নম্বরে ছিল।

এশিয়ার ভেতরে ইরানই সবার চেয়ে এগিয়ে। আরও সাত ধাপ এগিয়ে তাদের অবস্থান তেইশে।

ফিফার নতুন এই র‌্যাঙ্কিং বৃহস্পতিবার প্রকাশ করা হবে। দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে থাকায় বাংলাদেশ সম্পর্কে তেমন কোনও খবর নেই। বাংলাদেশের বর্তমান অবস্থান ১৯২তে।