‘অর্থপাচারের রেকর্ড বিএনপির আছে’
---
নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল এই মন্তব্য করেন।
‘আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত অর্থপাচারের কোনো অভিযোগ আমরা পাইনি। ‘ সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন ক্ষমতাসীন দলের এই প্রভাবশালী নেতা।
‘অর্থপাচারের রেকর্ড বিএনপির আছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই সাক্ষী দিয়ে গেছে। কোকোর টাকার কথা সিঙ্গাপুরে প্রমাণিত। তাদের মানিলন্ডারিং বিষয়টি সবার কাছে সুপরিচিত এবং আদালতে প্রমাণিত। ‘
সুইস ব্যাংকে পাচারের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সুইস ব্যাংকে অর্থপাচারের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। রাজনীতি করে কেউ এমন কাজ করলে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো আপস হবে না। ’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের চার যুগ্ম সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় নেতারা।