লংগদুতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার
---
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলায় ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার গলাছড়ি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের লে. কর্নেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনী একটি বিশেষ দল ইউপিডিএফের আস্তানায় অভিযান চলায়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাদের ব্যবহারিত অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।
পরে ওই আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে ২টি এসএমজি, ২টি চাইনা রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১২৫রাইন্ড গুলি, কোচ ও ৭টা সেনাবাহিনীর পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করা হয়। এছাড়া লংগদু কাচালং নদীতে সন্ত্রাসীরা ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযান চলছে।
রাঙামাটি লংগদু থানার কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।