নবীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
---
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আশ্রাবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায় যে, বিগত ইউপি নির্বাচনে পূর্ব বিরোধের জের ধরে গত ২৬ জুন জিল্লুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার মোল্লার সমর্থকদের মধ্যে আবারো সংঘর্ষ ঘটনা সূএপাত হয়। এই সময় সংঘর্ষ এড়াতে পুলিশ দায়িত্ব পালন করতে গেলে উভয় পক্ষের দাঙ্গাবাজরা পুলিশের উপর ইট-পাটকেল ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের এই হামলায় থানার বেশ কয়েকজন পুলিশ গুরতর আহত হয় । এ ঘটনায় জিল্লুর রহমান ও কাওসার মোল্লাসহ উভয় পক্ষের ৮৮জনকে এজাহার ভুক্ত ও অজ্ঞাত আরো ৫০ জনের আসামী করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।
নবীনগর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার ইউপি চেয়ারম্যান জিল্লু রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।