শুক্রবার, ৩০শে জুন, ২০১৭ ইং ১৬ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বাস্তবায়নের পথে আশুগঞ্জ পৌরসভা, গণবিজ্ঞপ্তি প্রকাশ

AmaderBrahmanbaria.COM
জুন ২৮, ২০১৭
news-image

---

আশুগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে আবারো বাস্তবায়নের পথে আশুগঞ্জ পৌরসভা। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহারের পর জেলা প্রশাসক আবারো পৌরসভা বাস্তবায়নের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। গত ১১জুন জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এ গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। এ গণ বজ্ঞপ্তিতে আগামী ১২ জুলাই এর মধ্যে কোনো আপত্তি থাকলে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ দাখিল করতে বলা হয়েছে।

এর আগে এস আর ও নং-৩০৭- আইন/২০১৫ এর ধারা-৩ এর উপ-ধারা (১) অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয় শহর এলাকা অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করে। ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক চিঠি জেলা প্রশাসকের কাছে গন বিজ্ঞপ্তি জারির জন্য চিঠি দেয়। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় (পৌরসভা) (সংশোধন) আইন ২০১০ এর ৩ ধারার উপ-ধারা ১ এ পদত্ত ক্ষমতাবলে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক। ১২ জুলাই এরপর জেলা প্রশাসক দ্রুত এ প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। গত ২০১৫ সালেও গণ বিজ্ঞপ্তি জারির পর আশুগঞ্জ সদর ইউনিয়নের এক ইউপি সদস্য গণবিজ্ঞপ্তি জারি উপর হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ করেন। দীর্ঘদিন শুনানির পর গত এপ্রিল মাসে হাইকোট রিটের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এ জাতীয় আরও খবর